কালিয়াচাপড়া চিনিকল চালু না হলে সারাদেশ অচলের হুমকি
প্রকাশিত : ২১:০৭, ২৫ ডিসেম্বর ২০২৪
কিশোরগঞ্জের কালিয়াচাপড়া চিনিকল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে মিলটি চালুর দাবিতে সুগার মিলের সামনে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
মানববন্ধনে জেলা বিএনপির সিনিয়র সহসম্পাদক ও সদর উপজেলার সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল (ভিপি)সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, ভারত ও এস আলম গ্রুপকে সুবিধা দিতেই বেশকিছু সুগার মিল বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে আট নয়টি মিল চালুর সিদ্ধান্ত নেয়। কিন্তু এই তালিকায় বাংলাদেশের অন্যতম ও প্রধান ভারী শিল্প প্রতিষ্ঠান কালিয়াচাপড়া চিনিকল এর নাম নেই। তাই আগামী সাতদিনের মধ্যে মিলটি চালুর জন্য যদি কোন উদ্যোগ নেওয়া নাহয় তাহলে মিলের গেইটে পাহারায় থাকবে এই জনগণ, কিশোরগঞ্জের সাথে সারাদেশের যোগাযোগ ব্যাবস্থাও অচল করে দিবো। তাই দ্রুত মিলটি চালু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দাবি জানান তাঁরা।
এসময় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
কালিয়াচাপড়া চিনিকল ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট নামক স্থানে ১৯৬৫ সালে স্থাপিত হয়। স্বাধীনতা পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রায়াত্ত্ব প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে।
তবে চিনিকলটি ১৯৯৪ সালে 'লে-অফ' ঘোষনার মাধ্যমে ২০০৪ সালে বেসরকারি প্রতিষ্ঠান নিটল নিলয় গ্রুপের কাছে বিক্রি করে দেয় সরকার। বর্তমানে উৎপাদনহীন অবস্থায় বন্ধ হয়ে আছে।
এমবি
আরও পড়ুন